| বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 37 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি গুলো হলো- জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইলস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ লিমিটেড এবং সিএপিএম ইউনিট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৪১ পয়সা সমন্বিত আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
আর্গন ডেনিমস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৮৯ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
ইভিন্স টেক্সটাইলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২ দশমি ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ০১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২ টাকা ০৫ পয়সায়।
আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে ।
কেডিএস এক্সেসরিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০৫ শতাংশ ক্যাশ ও ০৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
ফান্ড সিএপিএম ইউনিট ফান্ড : সর্বশেষ বছরে (২০২২-২৩) ইউনিটহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড সিএপিএম ইউনিট ফান্ড।
আলোচ্য সময়ে ফান্ডটির নিট ক্ষতি হয়েছে ২ কোটি ০৮ লাখ ৬১ হাজার ৭৬৫ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে ক্রয়মূল্য আলোচিত ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০৮ টাকা ৩১ পয়সা। আর বাজার মূল্যে এর ইউনিট প্রতি এনএভি ছিল ১১৭ টাকা ৯ পয়সা।
Posted ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan