নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 344 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৫ অক্টোবর) টপটেন গেইনারে বীমা খাতের আধিপত্য দেখা গেছে। টপটেন গেইনারের ৯টি বা ৯০ শতাংশই দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স। রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে।
ডিএসইর টপটেন গেইনারে বীমা খাতের অন্য ৮টি কোম্পানির মধ্যে ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৯.৭৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৭৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭২ শতাংশ বেড়েছে।
এছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৫ শতাংশ বেড়ে ডিএসইর টপটেন গেইনারে উঠে আসে।
Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan