| শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 203 বার পঠিত
প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।
তার পরিবারের পক্ষ থেকে র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারহানা করিম বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে প্রয়াত রউফ চৌধুরীর আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
ফারহানা করিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রউফ চৌধুরী ।
এদিকে দেশের অন্যতম ব্যবসায়ী ও শিল্পপতি রউফ চৌধুরী র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বেসরকারি ব্যাংক এশিয়ারও চেয়ারম্যান ছিলেন এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডেরও অন্যতম পরিচালক ছিলেন রউফ চৌধুরী।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy