বিবিএনিউজ.নেট | বুধবার, ২৬ জুন ২০১৯ | প্রিন্ট | 751 বার পঠিত
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
কোম্পানি সচিব মো. মাসুদ রানার পরিচালনায় চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন কোম্পানির পরিচালনা পর্ষদ।
এ সময় পর্ষদ সদস্যদের বিএনআইসিএলের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, তাসনিম বিনতে মোস্তফা, অধ্যাপক ড. মীজানুর রহমান, মোহাম্মদ সেলিম এফসিএমএ, অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, ফখরুদ্দিন আহমেদ এফসিএমএ, এফসিএ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। এর আগের বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৪ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ২ পয়সা।
Posted ২:২১ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed