বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ | প্রিন্ট | 625 বার পঠিত
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকদের প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেয়া হয়।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সভাপতিত্বে ১২ শতাংশ (৭ নগদ ও ৫ বোনাস) লভ্যাংশ অনুমোদন করা হয়।
চেয়ারম্যান জানান, কোম্পানি ২০১৮ সালে ১১১ কোটি ৪০ লাখ টাকার বেশি প্রিমিয়াম আয় করেছে। কোম্পানিটি গত ৩২ বছরে অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমা খাতে মোট ২৬২ কোটি টাকার বীমাদাবি পরিশোধ করেছে। ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২৪২ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।
Posted ২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed