বিবিএনিউজ.নেট | সোমবার, ১৫ জুলাই ২০১৯ | প্রিন্ট | 675 বার পঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।
অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোল্লা গোলাম মোহাম্মদ, স্বতন্ত্র পরিচালক মো. খালেদ মোশারফ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় কোম্পানির বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ার হোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের ব্যালেন্সশিট ও শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৪০ শতাংশ ক্যাশ লভ্যাংশ অনুমোদন করেন।
সভাপতি তার বক্তব্যে উপস্থিত শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানি গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৮০৩ কোটি ৯৮ লাখ টাকা। যা আগের বছর ছিল ৫০১ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া কোম্পানি প্রথম বর্ষ প্রিমিয়াম আয় করেছে ৫৫৯ কোটি ৬ লাখ টাকা। যা আগের বছর ছিল ২৭৫ কোটি ৪৯ লাখ টাকা। যার প্রবৃদ্ধির হার ১০৩ শতাংশ। অন্যদিকে কোম্পানি ৯২২ কোটি টাকার বীমাদাবি পরিশোধ করেছে। যা বছর ছিল ৬২১ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ৩০০ কোটি ২৪ লাখ টাকা বা ৪৮.২৮ শতাংশ বেশি।
Posted ১:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed