বিবিএনিউজ২৪.কম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 678 বার পঠিত
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একুশে পদক গ্রহণ করেছেন দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে একুশে পদক প্রদান করা হয়।
সুফি মোহাম্মদ মিজানুর রহমান ১৯৪৩ সালের ১২ মার্চ বর্তমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চনগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম দায়েম উদ্দিন ও মাতা রাহাতুন্নেসা। আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রজ্ঞাময় ও দূরদৃষ্টিসম্পন্ন সফল শিল্প উদ্যোক্তা। বিজনেস পারসন অব দ্য ইয়ার, প্রাইড অব চিটাগং, করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড, সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়া ইন্দোনেশিয়া সরকার তাকে দেশটির অনারারি কনসাল হিসেবে বাংলাদেশে নিযুক্ত করেছেন।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed