নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 361 বার পঠিত
করোনা মোকাবেলায় নেতিবাচক কথার পরিবর্তে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ বেশি চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে তিনি এই অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করবো, যারা বিভিন্ন মাধ্যমে কথা বলেন, সম্মানিত ব্যক্তিরা, তারা যদি আমাদেরকে পরামর্শ বেশি দেন এবং নেতিবাচক কথাবার্তা কম বলেন, তাহলে এটা বেশি ভালো হবে।’ বেশি বেশি পরামর্শ পেলে নেতিবাচক কথা থেকে জনগণের মনের দ্বিধা দূর হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণের তখন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই মিলে কাজ করলে পরে করোনা থেকে রক্ষা পাবো।’
ঘরে থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার মূল ম্যাসেজ, প্রধানমন্ত্রীর মূল ম্যাসেজ হলো— ঘরে থাকুন, ভালো থাকুন। টেস্ট করুন। নিচে বাঁচুন এবং অপরকেও বাঁচান।’
চীনের বিশেষজ্ঞদের পরামর্শও নিয়েছেন বলেও জানান তিনি। পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের বলেছেন, আমাদের এখন ঘরে থাকতে হবে। আপনারা ঘরে থাকুন ভালো থাকুন। এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটাই তাদের মূল ম্যাসেজ।’
Posted ৬:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy