নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১১ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 360 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন করোনাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ভাইরাসটির উপস্থিতি সনাক্ত হয়েছে ৫৮ জনের মাঝে। এর ফলে দেশে এই ভাইরাসে আক্রান্ত মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আর মোট ৪৮২ জনের দেহে সনাক্ত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, আক্রান্ত সনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আর মোট সনাক্ত হয়েছে ৪৮২ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের বয়স বিভাজনের ক্ষেত্রে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ১৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মধ্যে ১৪ জন ঢাকার বিভিন্ন এলাকার। বাকিরা সবাই ঢাকার বাইরের। এরমধ্যে নারায়ণগঞ্জের রয়েছে ৮ জন।
Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy