নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 517 বার পঠিত
বিএসিএইচ চালুর নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র রমজান মাসে সাধারণ ছুটির সময়ও সীমিত পরিসরে চালু থাকবে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যক্রম। আজ বৃহস্পতিআর (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনা বলা হয়েছে, রমজান মাসে ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক বেলা ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকাল ৩টার মধ্যে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলিতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।
সার্কুলারে আরো বলা হয়েছে, নভেল করোনা ভাইরাসের প্রেক্ষিতে সাধারণ ছুটি থাকাকালীন গত ২ ও ৬ এপ্রিল প্রদত্ত সমসয়সূচি অনুসারে বিএসিএইচ এর কার্যক্রম পরিচালিত হবে। আর রমজান মাসের পর আগের প্রচলিত সময়ে বিএসিএইচ কার্যক্রম পরিচালিত হবে।
Posted ২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan