নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ মে ২০২০ | প্রিন্ট | 353 বার পঠিত
শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিভাগের গাইডলাইন পুরোপুরি অনুসরণের জন্য শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলমান করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রাখার স্বার্থে ৩ মে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়।
এতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শিল্প প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন শিল্প নগরীসমূহ, লবণ মিল, সীতাকুণ্ডে অবস্থিত শিপ রিসাইক্লিং ইয়ার্ড, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহসহ শিল্প মন্ত্রণালয় ও এর দফতর-সংস্থার আওতাধীন বা সংশ্লিষ্ট সব শিল্প প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনাসমূহ পুরোপুরি অনুসরণ করতে বলা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন মন্ত্রণালয়ের আওতাধীন বা সংশ্লিষ্ট শিল্প কারখানাসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি সমন্বয় করছেন।
২৯ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের এ সংক্রান্ত নির্দেশনার প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan