নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ জুন ২০২০ | প্রিন্ট | 438 বার পঠিত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এক কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন। মিজানুর রহমান (৫৬) নামের এ কর্মকর্তা রাজধানীর ফকিরাপুল শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৩ মে) রূপালী ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি নিজ বাড়িতেই বুধবার দুপুরে মারা যান। এ নিয়ে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা করোনায় মারা গেলেন।এর আগে গত ১৪ মে রূপালী ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম খান (৪৯) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৯ ব্যাংকার মারা গেছেন। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ১০০ জনের অধিক ব্যাংকার প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের করোনায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। উপসর্গ দেখা দিয়েছে শতাধিক কর্মীর। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।
এদিকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকটি ব্যাংকের পরিচালক। এর মধ্যে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ রয়েছেন। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক। এছাড়া করোনায় আক্রান্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, আল আরাফা ইসলামী ব্যাংকের চেযারম্যান আব্দুস সামাদ লাবু এবং সর্বশেষ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সপরিবারে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan