নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | প্রিন্ট | 357 বার পঠিত
আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে গত অর্থবছরের তুলনায় বরাদ্দ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এ বছর শিক্ষা ও প্রযুক্তি খাতে ৮৫ হাজার ৭৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ৬৫ হাজার ৭৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য এটি এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ। গত বছর শিক্ষা খাতের বাজেট ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা।
করোনা ভাইরাসের কারণে শিক্ষা খাতেও অনেক ক্ষতি হয়েছে। এছাড়া আম্ফানসহ প্রাকৃতিক দুর্যোগে এ খাতের অবকাঠামো অনেক ক্ষতি হয়েছে। সব মিলে আগামী বছর শিক্ষা ও প্রযুক্তি খাতে পরিচালনা ও উন্নয়ন উভয় খাতে সরকার ৮৫ হাজার ৭৬০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে, এটি মোট বাজেটের ১৫ শতাংশ।
চলতি অর্থবছরে ব্যয় করার লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৩৯ কোটি টাকা। নতুনদের এ লক্ষ্যমাত্রা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৮ হাজার ৭২১ কোটি টাকা বেশি।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan