নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | প্রিন্ট | 360 বার পঠিত
করোনা ভাইরাসের কারণে আরো প্রকট হয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য সংকট। এ সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডিরা।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) বৈঠকে এসব দাবি জানানো হয়।
এ বিষয়ে ইসলামিক ফাইন্যান্সের এমডি ও বিএলএফসিএর দ্বিতীয় সহ-সভাপতি আবু জাফর মো. সালেহ বলেন, মহামারি করোনায় ঋণগ্রহীতাদের ছাড় দেওয়ায় আমাদের কিস্তি ফেরত আসছে না। আবার গ্রাহকরা আমানতের টাকা তুলে নিচ্ছেন। ব্যাংকগুলোও আমাদের ৯ শতাংশ সুদে ঋণ দিচ্ছে না। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছি।
তিনি আরো বলেন, ব্যাংক রেটে ১০ বছরের জন্য এ তহবিল চেয়েছি আমরা। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করার কথা বলা হয়েছে। এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত এনবিএফআই রাখা ব্যাংকগুলোর আমানত তুলে না নেওয়া, এনবিএফআইয়ে ব্যাংকের অর্থায়ন করা ঋণের সুদ ৯ শতাংশে নামিয়ে আনা এবং প্রণোদনা প্যাকেজের আওতায় রি-ফাইন্যান্সের পরিবর্তে প্রি-ফাইন্যান্স সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan