নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ আগস্ট ২০২০ | প্রিন্ট | 296 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরু থেকেই একটানা সূচক বাড়তে দেখা গেলেও সে ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। দিনশেষে প্রধান সূচক সামান্য বাড়লেও অন্য ২টি সূচক কমে যায়। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। এছাড়া বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।
দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, দর কমেছে ১২৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৪টির।
বুধবার ডিএসইতে ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৬৮ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ৯০টির। আর ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan