নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ আগস্ট ২০২০ | প্রিন্ট | 419 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার ২১ কোম্পানির প্রায় ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- অগ্নী সিস্টেমস, বারাকা পাওয়ার, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, কনফিডেন্ট সিমেন্ট, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, নর্দার্ন ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক এবং জিলবাংলা। আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোটি এক কোটি ৫ লাখ ৩১ হাজার ৮৩৪টি শেয়ার ১০৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫২ কোটি ১১ লাখ ৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এদিন ব্লক মার্কেটে এ কোম্পানির ২৩ লাখ ১৬ হাজার ৬৩৭টি শেয়ার ৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ২১ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার টাকা। দ্বিতীয় অবস্থানে আছে সি পার্ল হোটেল। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির ৭ লাখ ৭৮ হাজার ৩৮০টি শেয়ার ৫২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৯৩ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির ২০ লাখ ৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৭০ লাখ টাকা।
ব্লক মার্কেটে আজ অন্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নী সিস্টেমসের ৯ লাখ ৯৩ হাজার টাকা, বিএটিবিসির ২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা, সিটি ব্যাংকের ৫ কোটি ১৬ লাখ টাকা, কনফিডেন্ট সিমেন্টের ২ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা, ফাইন ফুডসের এক কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ২৩ কোটি ৬১ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৫১ লাখ এক হাজার টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ৪২ লাখ টাকা, মুন্নু সিরামিকের এক কোটি ৩৫ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১৭ লাখ ৯৫ হাজার টাকা, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১০ লাখ ১০ হাজার টাকা, রেকিট বেনকিজারের ১৫ লাখ ৯৮ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৫০ হাজার টাকা, এসকে ট্রিমসের ৫ লাখ ৬১ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৫ লাখ ৫৯ হাজার টাকা, উত্তরা ব্যাংকের এক কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা এবং জিলবাংলা সুগারের ৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan