নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ | প্রিন্ট | 270 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও কমেছে লেনদেন। সূচকের অস্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে আজ পুঁজিবাজারে লেনদেন হতে দেখা গেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২১২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ২ বেড়ে অবস্থান করছে ১৬৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৭৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৪ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২১২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকা।
Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan