নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ | প্রিন্ট | 385 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ঢাকা ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪২ বারে ২ লাখ ৭৫ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর ৬.৬৭ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, জিলবাংলা, মিথুন নিটিং, এমারেল্ড অয়েল ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan