নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 256 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০৯ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আজ বেক্সিমকো ফার্মার ১০৪ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিকো ফার্মা ডিএসইতে টপটেন লেনদেনের শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে টপটেন লেনদেন অবস্থান নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৫০ কোটি ৫ লাখ ৭৪ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৭ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০ কোটি ২ লাখ ২২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২৫ কোটি ৮১ লাখ ৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১৪ কোটি ২৪ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ কোটি ১২ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১২ কোট ২০ লাখ ২৬ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ১১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan