নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 301 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর টপটেন গেইনার তালিকায় বীমা খাতের প্রাধান্য ছিল। আজ টপটেন গেইনার তালিকার ১০টি কোম্পানির মধ্যে ৮টির বা ৮০ শতাংশই বীমা কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের। সোমবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.২০ টাকায়। আজ মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৭৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৬১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯.১২ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮.৮০ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৮০ শতাংশ বেড়ে টপটেন গেইনারে স্থান করে নিয়েছে।
বীমা কোম্পানি ছাড়াও এম্বি ফার্মার ৮.৭৪ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭.৪৮ শতাংশ বাড়লে টপটেন গেইনার তালিকায় উঠে আসে।
Posted ৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan