নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 225 বার পঠিত
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসইর টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলো আধিপত্য দেখা গেছে। অর্থাৎ আজ টপটেন গেইনারের ১০টির মধ্যে ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই মিউচ্যুয়াল ফান্ড খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে টপটেন গেইনার তালিকার প্রথমেই উঠে আসে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান। এই ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর রবিবার ছিল ৭ টাকায়। আজ লেনদেন শেষে ফান্ডটির ইউনিটর দর দাঁড়ায় ৭.৭০ টাকায়। অর্থাৎ ফান্ডটির ইউনিটর দর ০.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসা মিউচ্যুয়াল ফান্ড খাতের অন্য কোম্পানগুলোর মধ্যে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ৯.৮৫ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৯.৮৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯.৫২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯.৪৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.৭৭ শতাংশ বেড়েছে।
এছাড়া মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮১ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.০১ শতাংশ বেড়ে টপটেন গেইনারে উঠে আসে।
Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan