নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 324 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ সারা দেশে অনলাইন টিউশন ফি প্রদান পদ্ধতি বাস্তবায়নের জন্য সোনালী ব্যাংকের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এ সংক্রান্ত চুক্তিটি অনুমোদন করেছে কোম্পানিটি।
জানা গেছে, সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত বিদ্যালয়ের টিউশন ফি পরিষেবা পরিচালনার জন্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করার জন্য এটি একটি “কৌশলগত ব্যবসায় চুক্তি”।
এটি বাস্তবায়নের ফলে পিতামাতাদের ও শিক্ষার্থীদের জন্য একটি সুবিধা তৈরি করবে এবং তাদের দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আনবে।
এর ফলে জেনেক্স ইনফোসিসের প্রতি বছর ৩ থেকে ৫ কোটি টাকা মুনাফা হবে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan