নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 336 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার (১৪ অক্টোবর) ২৯ কোম্পানির সাড়ে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বৃটিশ আমেরিকান ট্যোবাকো, আমান কটন ফাইবার্স, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বঙ্গজ, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ডিবিএইচ, দুলামিয়া কটন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, কেডিএস এক্সেসরিজ, খুলনা প্রিন্টিং, লাফার্জহোলসিম, ম্যারিকো, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক. এম.এল ডাইং, ন্যাশনাল টিউবস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স,সন্ধানী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও এসকে ট্রিমস লিমিটেড। কোম্পানিগুলোর ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৮টি শেয়ার ৬১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৫৮ লাখ ৪ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিকের।
এছাড়া এসকে ট্রিমসের ৬৫ লাখ ৭৮ হাজার টাকার, সুহৃদের ৫ লাখ ২০ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৫ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৭৫ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৪১ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১০ লাখ ৯ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৭ লাখ ৯৮ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১ লাখ ৫৪ হাজার টাকার, ম্যারিকোর ৮৬ লাখ টাকার, লাফার্জহোলসিমের ৭ লাখ ৭০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৭ লাখ ৯৫ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১২ লাখ ৭৫ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৮৯ লাখ ৯২ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৫০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৩৬ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২০ হাজার টাকার, দুলামিয়া কটনের ১৫ লাখ ৪০ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ ১৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯৬ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৮ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লাখ ৪৩ হাজার টাকার, বঙ্গজের ৫ লাখ ৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৬০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৭০ হাজার টাকার এবং আমান কটনের ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan