নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 366 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২৮ কোম্পানির প্রায় ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক, ভিএফএস থ্রেড ডাইং, এসকে ট্রিমস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, রেনেটা, রেকিট বেনকিজার, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস, নাহি অ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিক, এমএল ডাইং, মোজাফফর হোসাইন স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, লিনডে বিডি, খুলনা প্রিন্টিং, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, বার্জার পেইন্টস, এশিয়া ইন্স্যুরেন্স এবং আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিগুলোর ৫৪ লাখ ১ হাজার ৬৭৯টি শেয়ার ৬৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের।
এছাড়া ওয়ালটন হাইটেকের ৫ লাখ ৪৬ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৭ লাখ ৭৮ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৩ লাখ টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, রেনেটার ২ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৩৪ লাখ ১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২২ লাখ ৭০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩৮ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৩১ লাখ ৬৩ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৯ লাখ ৪০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৬ লাখ ৬৯ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৫ লাখ ৪১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৪০ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪৭ লাখ ৬০ হাজার টাকার, লিনডে বিডির ৯ লাখ ৭০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৮২ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৬৫ লাখ ৯৯ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৫১ লাখ ৫ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan