নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 270 বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২০২১ হিসাব বছরের জন্য অন্তবর্তীকালীন এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
৫ শতাংশ লভ্যাংশের জন্য কোম্পানিটিকে শেয়ারহোল্ডারদের ৮ কোটি টাকা পরিশোধ করতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডার যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পিানিটি।
এর আগে গত ১৩ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এরপর গত সপ্তাহে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষত (জুলাই-সেপ্টেম্বর, ২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা। অন্যদিকে এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৫৩ পয়সা।
Posted ৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan