বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   389 বার পঠিত

সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন একটি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৪টি কেম্পানীকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৯ টি কোম্পানীকে অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর, ২০২০ থেকে এই ইনডেক্স কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন করে যুক্ত (০১টি) কোম্পানী হলোঃ- সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। বাদ যাওয়া (০৪) কোম্পানীগুলো হলো- বঙ্গজ লিমিটেড, বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস লি:, ডেল্টা স্পিনারস লিমিটেড এবং মিথুন নিটিং এন্ড ডাইং (সিইপিজেড) লি:।
চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্স এর ১২৯ কোম্পানীসমূহ হলো: আমরা নেটওর্য়াকস লি:, আমরা টেকনোলজিস লি:, এসআিই ফরমুলশেনস লমিটিডে, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্ লি., এডএিন টলেকিম লমিটিডে, অ্যাডভন্টে ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লি:, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি:, আমান কটন ফাইবরাস লিমিটেড, আমান ফিড লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, অ্যাপোলো ইস্পাত কমপ্লে´ লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড, আরামিট লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, , বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বাংলাদশে স্টলি র-িরোলংি মলিস্ লমিটিডে, বাটা শু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, বার্জার পেইন্টস্ বাংলাদেশ লি:, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লি:, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্ লি:, কপারটকে ইন্ডাসট্রজি ল.ি, সিভিও প্যাট্রোক্যামিকাল রিফাইনারী লি:, ড্যাফোডিল কম্পিউটারস্ লিমিটেড, ডােরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড, ইস্টাণ কাবলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফ্যামিলিট্যাক্স (বিডি) লিমিটেড, ফার ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:, ফাইন ফুডস লিমিটেড , ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লি:, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, জেনারেশসনস্ নেক্সট ফ্যাশনস্ লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস লিমিটেড, জকিউি বল পনে ইন্ডাসট্রজি লমিটিডে, গ্রামীনফোন লিমিটেড, এইচ. আর. টেক্সটাইলস্ মিলস্ লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ লিমিটেড, হামিদ ফ্যাব্রিক্স লিমিটেড, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি:, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) লি:, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি:, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লি:, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ লিমিটেড, ইনটেক লি:, ইন্ট্রাকো রফিুয়লেংি স্টশেন লমিটিডে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লি:, জএেমআই সরিঞ্জি এন্ড মডেকিলে ডভিাইসসে ল.ি, কাট্টলি ট্যাক্সটাইল লি., কে এন্ড কিউ (বাংলাদেশ) লি., কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাসট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কো. লি., খুলনা প্রন্টিংি এন্ড প্যাকজেংি লমিটিডে, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হলসমি বাংলাদেশ লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এম.এল. ডাইং লি., মালেক স্পিনিং মিলস্ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস্ লিমিটেড, মরিাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, মুন্নু ছরিামক্ি ইন্ডাসট্রিজ লি., মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমনিয়িাম কম্পজটি প্যানলে লি., ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ওইমক্সে ইলকেট্রোড লমিটিডে, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাসট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, কাশেম ইন্ডাসট্রিজ লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস্ লিমিটেড, আর এ কে সিরামিকস্ (বিডি) লি:, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লমিটিডে, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লি:, রেকিট বেনকিজার (বাংলাদেশ ) লিমিটেড, রংি সাইন টক্সোইলস ল.ি, রানার অটোমোবাইলস লমিটেডে, এস.এস. স্টীল লমিটিডে, সাইয়াম কটন মলিস্ ল.ি, সাইহাম টেক্সটাইলস্ মিলস লি:, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লি:, শমরিতা হস্পিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, শুরিদ ইন্ডাসট্রিজ লি., সলিকো ফামাসউিটক্যিালস্ লমিটিডে, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এসকে ট্রমিস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড , এস এস স্টীল লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামটি এলায়ন্সে পোট লমিটিডে, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি:, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. লি., উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি., ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ,ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহনি স্পিনিং লিমিটেড ।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।