বিবিএ নিউজ.নেট | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 516 বার পঠিত
পুঁজিবাজারে তালিকভুক্ত ১০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২ কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আজ বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্টিত হবে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি সার্ভিসেস, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, হা-ওয়েল টেক্সটাইল, ইন্ট্রাকো রিফিউলিং কোম্পানি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ নগদ, বিডি সার্ভিসেস নো ডিভিডেন্ড, ফরচুন সুজ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, জিবিবি পাওয়ার ১০ শতাংশ নগদ, হা-ওয়েল টেক্সটাইল ২০ শতাংশ নগদ, ইন্ট্রাকো রিফিউলিং কোম্পানি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ নগদ, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ নগদ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৮ শতংশ নগদ ও ২ শতাংশ বোনস এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ ও স্পন্সর ও পরিচালকদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদন করবেন শেয়ারহোল্ডাররা।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen