বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 694 বার পঠিত
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। এছাড়া গত হিসাব বছরে নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র যোগ হওয়ায় কোম্পানিটির সম্মিলিত মুনাফাও বেড়েছে।
গতকাল কোম্পানিটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানিয়েছেন গ্রুপের সংশ্লিষ্টরা। সিলেট নগরের সুবিদবাজারের খান প্যালেস কনভেনশন হলে এ এজিএম অনুষ্ঠিত হয়।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সম্মিলিত নিট মুনাফা ছিল ৫৬ কোটি ৭৬ লাখ টাকা। আর ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। এজিএমে সর্বসম্মতিক্রমে সমাপ্ত হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, এমডি ফাহিম আহমদ চৌধুরী, কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আহসানুল কবির, ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, মনজুর কাদির শাফি এলিম, নান্নু কাজি মোহাম্মদ মিয়া, আফজাল রশিদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, আব্দুস এস মাজিদ, ড. জাকির হোসেন এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | rina sristy