নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 316 বার পঠিত
আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।
এদিকে আজ সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করবেন। সেখানে টিকা–সংক্রান্ত তথ্য তুলে ধরা হতে পারে।
ভারত থেকে ঠিক কখন, কীভাবে এবং কী পরিমাণে করোনার টিকা আসবে, তা শুক্রবার পর্যন্ত সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যেই গতকাল (রোববার) টিকার প্রথম চালান আসার কথা জানা গেল।
এর আগে নাজমুল হাসান জানিয়েছিলেন, ইতোমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।
Posted ১:১৭ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan