নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 291 বার পঠিত
কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর। কোম্পানিগুলো হলো- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড (আরডি ফুড) এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চাইলে এমনটিই জানায় ডিএসই কে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড (আরডি ফুড) কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে ১১ জানুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
অন্যদিকে, বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে ১২ জানুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan