নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 360 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান এস্কয়ার নিট কম্পোজিটের আর্থিক প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছে নিরীক্ষক প্রতিষ্ঠান মাহফিল হক অ্যান্ড কোং। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এমনটা জানা গেছে।
ওয়েবসাইটে দেখা যায়, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য তৈরি করা আর্থিক প্রতিবেদনে উপস্থাপিত কয়েকটি বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পায়নি নিরীক্ষক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে কোম্পানিতে শ্রমিকদের অংশগ্রহণ, মুনাফা ও শ্রমিক কল্যাণ তহবিল, রিলেটেড পার্টি ট্রান্সজেকশন এবং ইনভেন্টরি।
এতে নিরীক্ষক প্রতিষ্ঠানের পক্ষে বলা হয়, বার্ষিক প্রতিবেদনে কর্মচারী সুবিধা সম্পর্কিত নোট ৩.১৭-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এতে কোম্পানি পালন করেছে বলে জানানো হয়েছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণে শ্রম আইন ২০০৬-এর ধারা ২৩৪(১) ও (২) অনুযায়ী মুনাফায় শ্রমিকদের অংশগ্রহণ (ডবিøউপিপিএফ) ও কল্যাণ তহবিল গঠনের কোনো তথ্য-প্রমাণ পাইনি। এছাড়া রিলেটেড পার্টি ট্রান্সেকশনের ক্ষেত্রে পিনাক্যাল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট লি., এস্কয়ার এক্সেসরিজ লি. এবং এস্কয়ার ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে বিপুল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা ঘটেছে। কিন্তু এসব বিষয় বস্তুগত হওয়ায় কোভিড-১৯ কারণে সরেজমিন যাচাই করা সম্ভব হয়নি। আবার ইনভেন্টরিস খাতে ৩০৯ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৪৭৬ টাকার উপকরণ কেনা হয়েছে মহামারী চলাকালীন সে তথ্যও যাচাই করতে পারেনি বলে জানানো হয়েছে।
Posted ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed