নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ মার্চ ২০২১ | প্রিন্ট | 285 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলসের ২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবে দেখানো স্থায়ী সম্পদের দর ও বাজার দরের মধ্যে যেনো উল্লেখযোগ্য পার্থক্য বা ব্যবধান না হয়, সেকারনে পূণ:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু মোজাফ্ফর হোসাইন কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে পূণমূল্যায়ন করেনি।
উল্লেখ্য, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বস্ত্র খাতের কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ১০০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪০ কোটি ৫২ লাখ টাকা। এ কোম্পানির ১০ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩৭৪টি শেয়ারের মধ্যে ৩৯.৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৯.১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৬ শতাংশ বিদেশি এবং ৩১.১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২০) এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ পয়সা। গত বছর এক সময় এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৩ পয়সা। জুলাই থেকে ২০২০ পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৩৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২০ পর্যন্ত যার পরিমাণ ছিল ১৪ টাকা এক পয়সা।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan