নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | প্রিন্ট | 498 বার পঠিত
সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকার পান্থপথে অবস্থিত ১৫ কাঠা জমি পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির ৯০ কোটি টাকার জমি বেড়েছে। আগে জমিটির মূল্য ছিল ৩০ কোটি ৫১ লাখ ৫১ হাজার ২২ টাকা।
পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির ঘাটতি দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৯৭৮ টাকা।
আর্থিক খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ মাইনাসে রয়েছে। যার পরিমাণ ২৮ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটির ২৭ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৪৮৩টি শেয়ারের মধ্যে ৫৯.১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৫৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৩৩.৩২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan