নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 316 বার পঠিত
‘জেড’ থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডকে। আগামীকাল ৫ এপ্রিল, সোমবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা এবং ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৫ পয়সা লোকসান। আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১২ টাকা ৯৪ পয়সা (লোকসান), দুই পয়সা এবং ৯৮ পয়সা (লোকসান)।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১০২ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির মোট ১১০ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩২৬টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৪৬ দশমিক ২৭ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ৭ দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
Posted ৭:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan