নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 572 বার পঠিত
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১৯ অর্থবছরে এ কোম্পানি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে, ২০২১।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির মোট মুনাফা হয়েছে ১১ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা। ২০১৯ অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১২ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৮৭২ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে এক কোটি ৫২ লাখ ৩ হাজার ৫৭০ টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ২২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৯ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৮১৪ টাকা। ২০১৯ অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১০৪ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৯৭০ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৮৪৪ টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৫ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়েছে এক টাকা ৩৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) এক টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে এক টাকা ৯২ পয়সা।
বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ৪০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৩ কোটি ৮৯ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ২ লাখ ৭ হাজার ৬৪০টি শেয়ারের মধ্যে ৩৫.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.০৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৬.৯১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan