নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 289 বার পঠিত
আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৮০০ কোটি টাকা এবং ৩৭১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ১৯৪ কোটি ৯৯ লাখ টাকা। এ কোম্পানির ৩৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৫৪৭টি শেয়ারের মধ্যে ৪৮.০৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.৮৮ শতাংশ সরকার, ১৬.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২.৮০ শতাংশ বিদেশি এবং ১০.৮৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:১১ অপরাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan