নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ মে ২০২১ | প্রিন্ট | 268 বার পঠিত
পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য শান্তা ইক্যুইটি লিমিটেডকে নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২০মে অনুষ্ঠিত কমিশনের ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তা ইক্যুইটি লিমিটেডকে একটি ফুল-ফ্লেজ্ড মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখন থেকে শান্তা ইক্যুইটি লিমিটেড একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের ভূমিকা পালন করতে পারবে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan