নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট | 246 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ১১ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ জুলাই এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তবে ৩০ জুন, ২০১৯ এবং ৩০ জুন, ২০১৮ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে কোম্পানিটি।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ২৫ পয়সা।
আগামী ৩০ জুলাই কোম্পাটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan