নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট | 293 বার পঠিত
বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাত ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করা হবে সেগুলো হচ্ছে- ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউজ মিডওয়ে সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি, সিনহা সিকিউরিটিজ, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসইর সদস্য ব্রোকারেজ হাউজ ভ্যানগার্ড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ এবং কবির সিকিউরিটিজ লিমিটেড।
ডিএসই, সিএসই এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) যৌথভাবে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। গঠিত তদন্ত কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan