বিবিএনিউজ.নেট: | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 963 বার পঠিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে জয়ী করাতে সর্বোচ্চ সমর্থন দিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশশন হলে পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র এক মতবিনিময় সভায় তারা এই প্রত্যয়ের কথা জানান। মঞ্চে উপস্থিত ব্যবসায়ী নেতারা হাতে হাত রেখে আতিকুলকে সমর্থন দেন। এ সময় তারা নৌকার পক্ষে স্লোগানও দেন।
ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সংগঠন তিনটি এই মতবিনিময় সভার আয়োজন করে।তবে অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু ছিল ব্যবসায়ীদের প্রতিনিধি ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে বিজয়ী করা।
এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘উনি শুধু রানা প্লাজার দুর্ঘটনার সময়েই নয়, তাজরীন বলেন, সমস্ত দুর্যোগে আমাদের পাশে ছিলেন। আমাদের মধ্যে সালাম মুর্শেদী ও আতিকুল ইসলাম সবসময় সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন।তাদের সাংগঠনিক ক্ষমতা সর্বজনবিদিত। নিশ্চিত জয় মনে করে বাসায় বসে থাকবেন না। সবাই কেন্দ্রে আসবেন।’
ব্যবসায়ী নেতা বলেন, আমি আশা করি উনি (আতিকুল) ঢাকার নগরপিতা হবেন না, উনি হবেন সেবক। যেভাবে সেবা করে গেছেন আনিসুল হক, সেবক হয়ে তিনি যেভাবে আমাদের গৌরবান্বিত করেছিলেন, সেভাবে আতিকুলও আমাদের গৌরবান্বিত করবেন বলে প্রত্যাশা।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আতিকুল সম্পর্কে কেউ কোনো অভিযোগ করতে পারবে না। তিনি স্বচ্ছ ইমেজের মানুষ। একটা উপনির্বাচনে তাকে তিন তিনবার হাঁটতে হয়েছে। প্রথম তফসিলের সময় একবার, এরপর জাতীয় নির্বাচনে এবং এখন আবার তাকে হাঁটতে হচ্ছে। মাঠে আতিককে নতুন করে চেনানোর কিছু নেই। সবাই জানে আতিকুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী। কীভাবে মানুষের পাশে হাঁটতে হবে তা তার শেখা হয়ে গেছে। নির্বাচন কীভাবে করতে হয় সেটা আতিকুল ইসলাম জানেন। সব সময় সহযোগিতা করতে আমরা তার পাশে আছি। আমাদের দায়িত্ব হবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া।
এফবিসিসিআই নেতা শেখ ফজলে ফাহিম ব্যবসায়ীদের কাছে আতিকুল ইসলামের পক্ষে ভোট চান। এসময় উপস্থিতি ব্যবসায়ীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা সবাই কি আতিক ভাইয়ের পক্ষে আছেন?’ সবাই তখন হাত তুলে আতিকুল ইসলামের পক্ষে সায় দেন।
বিজিএমএইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি বলেন, ‘আমার বন্ধু আতিকুল ইসলামকে আমরা জয়ী করবো। আপনাদের (ব্যবসায়ী) কাছে অনুরোধ থাকবে নিজেরা গিয়ে যেন ভোট কেন্দ্রে ভোট দিই। অন্যকে অনুপ্রাণিত করি। দায়িত্ব পালন করি।’
অনুষ্ঠানে বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মনসুর আহমেদ, বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed