নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 220 বার পঠিত
নিজস্ব কোম্পানির জমি, জমি উন্নয়ন এবং ভবন পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ। ৩০ জুন এবং ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন বিবেচনা করে সম্পদ পুর্নমূল্যায়ন করেছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১ এপ্রিল,২০২১ থেকে কারযকর হবে কোম্পানিটির সম্পদ মূল্যায়ন প্রতিবেদন। রহমান মোস্তফা আলম এবং কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস কোম্পানিটির সম্পদ মূল্যায়ন করেছে।
সম্পদ মূল্যায়নের পর কোম্পানিটির সম্পদ ১৯ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৭৫৮ টাকা থেকে ৭৭ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। সম্পদ মূল্যায়নের পর ৫৭ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ২৪২ টাকা বেড়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬১ পয়সা।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan