নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 207 বার পঠিত
‘সিএসই এসএমই ইনডেক্স’ নামে একটি নতুন ইনডেক্স যুক্ত হতে যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এর ইনডেক্স বোর্ড – এ। যা আজ বৃহস্পতিবার থেকে নতুন ইনডেক্স কার্যকর হচ্ছে সিএসইতে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এই নতুন সূচক মূলত সিএসই এর স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্ম এর জন্য প্রযোজ্য হবে। এর আগে সিএসই গত ১০ জুন নিয়ালকো এলয়স লিমিটেডের ট্রেডিংয়ের মাধ্যমে এসএমই বোর্ড উদ্বোধন করা হয় এই ‘সিএসই এসএমই ইনডেক্স’। ইনডেক্সটি হবে একটি ফ্রি-ফ্লোট ইনডেক্স। প্রথম দিনের ‘সিএসই এসএমই ইনডেক্স’ এর ভিত্তি হবে ১০০০ পয়েন্ট ।
এসএমই প্ল্যাটফর্মে নতুন ৫ টি কোম্পানির প্রথম ট্রেডিং প্রাইস ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এবং একটি কোম্পানির প্রাইস নিয়ে আগামী ৩ অক্টোবর সিএসই ওয়েবসাইটে দৃশ্যমান হবে ।
সিএসই গত ১০ জুন নিয়ালকো এলয়স লিমিটেড এর ট্রেডিংয়ের মাধ্যমে এসএমই বোর্ড এর উদ্বোধন করা হয় এই ‘সিএসই এসএমই ইনডেক্স’।
ইনডেক্সটি হবে একটি ফ্রি-ফ্লোট ইনডেক্স। প্রথম দিনের ‘সিএসই এসএমই ইনডেক্স’ এর ভিত্তি হবে ১০০০ পয়েন্ট ।
ইনডেক্সটি কার্যকর হওয়ার পর এতে অন্যান্য ইনডেক্স এর মতো নিয়মিতভাবে নতুন ইস্যুগুলো যুক্ত হতে থাকবে ।
ইনডেক্সটি মনিটরিং এর জন্য একটি অ্যাডভাইজরি কমিটি আছে এবং প্রতি ছয় মাস ব্যবধানে কমিটি এই ইনডেক্স এর পরিবর্তন করবেন ।
সেক্ষেত্রে কমিটি ইনডেক্স এর ক্রাইটেরিয়া, পারফরমেন্স এবং ক্যালকুলেশন পদ্ধতির উপর ভিত্তি করে নতুন ইনডেক্স প্রকাশ করবে।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan