বিবিএ নিউজ.নেট | রবিবার, ১৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 338 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : পেনিনসুলা, ড্রাগন সোয়েটার, আইটি কনসালটেন্টস, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াইম্যাক্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কেডিএস এক্সেসরিজ, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, ইউনিক হোটেল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ইসলামিক ফাইন্যান্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লিনডে বিডি, ন্যাশনাল ব্যাংক এবং যমুনা ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলার ২৫ অক্টোবর বিকাল ৪টায়, ড্রাগন সোয়েটারের ২৪ অক্টোবর বিকাল ৩টায়, আইটি কনসালটেন্টসের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, মেঘনা কনডেন্স মিল্কের ২৭ অক্টোবর দুপুর ২.৩৫টায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, তমিজউদ্দিন টেক্সটাইলের ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, ওয়াইম্যাক্সের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, কেডিএস এক্সেসরিজের ২৫ অক্টোবর বিকাল ৪টায়, সায়হাম টেক্সটাইলের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, সায়হাম কটনের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, ইউনিক হোটেলের ২৫ অক্টোবর বিকাল ৩টায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২৪ অক্টোবর বিকাল ৩টায়, ইসলামী ব্যাংকের ২১ অক্টোবর দুপুর আড়াইটায়, ওয়াটা কেমিক্যালের ২০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, ইসলামিক ফাইন্যান্সের ২৪ অক্টোবর বিকাল পৌনে ৩টায়, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২৫ অক্টোবর বিকাল ৫টায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২১ অক্টোবর বিকাল ৩টায়, লিনডে বিডির ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, ন্যাশনাল ব্যাংকের ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় এবং যমুনা ব্যাংকের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
এসব কোম্পানির মধ্যে পেনিনসুলা, ড্রাগন সোয়েটার, আইটি কনসালটেন্টস, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াইম্যাক্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কেডিএস এক্সেসরিজ, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন ও ইউনিক হোটেলের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
অন্যদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ইসলামিক ফাইন্যান্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লিনডে বিডি, ন্যাশনাল ব্যাংক ও যমুনা ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
Posted ৬:২১ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy