বিবিএ নিউজ.নেট | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 312 বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন।
দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহামান্য রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মহামান্য রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে স্বাগত বক্তব্য রাখবেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। আরো বক্তব্য রাখবেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হুদা, কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মল হক খান।
এদিকে সকাল পৌনে ৯ টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূটি উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ্। সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ইংলিশ রোড (পুরাতন ঢাকা), ফার্মগেট, মিরপুর-১০, উত্তরা (বিমান বন্দর চত্বর), মতিঝিল (শাপলা চত্বর), মানিক মিয়া এভিনিউ, যাত্রাবাড়ী ও মুক্তাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
জানা যায়, জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর বাংলাদেশে ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করে দুদক।
সূত্র মতে, দুদক প্রতি বছর এ দিবসটি পালন করলেও বাংলাদেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুুর্নীতি বিরোধী দিবস পালনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠির প্রেক্ষিতে সরকার ২০১৭ সাল থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস’ পালন করে আসছে।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy