নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 266 বার পঠিত
এক মিনিটে এক হাত ব্যবহার করে একটার ওপর আরেকটি কয়েন সাজিয়ে গিনেস বুকে রেকর্ড করেছেন বরিশালের তরুণী নুসরাত জাহান নিপা (৩০)। এক মিনিটে ৭১টি কয়েন টাওয়ার আকারে সাজিয়ে তিনি এ রেকর্ড গড়েছেন।
এর আগে এক মিনিটে সবচেয়ে বেশি কয়েন সাজানোর রেকর্ডটি ছিল ইতালির সিলভিও সাবা নামে এক যুবকের। সিলভিও ৬৯টি কয়েন সাজিয়ে ২০১৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছিলেন। ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ ক্যাটাগরিতে ইতালির সিলভিওর চেয়ে দুইটি কয়েন বেশি সাজিয়ে নুসরাত জাহান নিপা এখন সেই রেকর্ডের মালিক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে পাঠানো স্বীকৃতিপত্র মঙ্গলবার (২১ ডিসেম্বর) হাতে পেয়েছেন নুসরাত জাহান নিপা।
নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা কাজী সামশুজ্জামানের স্ত্রী।
নগরীর দক্ষিণ সাগরদী এলাকার দেওয়ান আব্দুর রশিদ ও পারভীন আক্তার দম্পতির একমাত্র মেয়ে নুসরাত জাহান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে মাস্টার্স শেষ করে বর্তমানে বেসরকারি একটি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করছেন।
/এস
Posted ২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy