নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ মার্চ ২০২২ | প্রিন্ট | 118 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতনেও বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। আলোচিত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও কমেছে বাজার মূলধন।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ০.৪২ শতাংশ বা ২৮.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৮.১৫ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ১.৫৪ শতাংশ বা ৩৭.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৫.১১ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ০.৪৬ শতাংশ বা ৬.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৫.৪০ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৭টি, কমেছে ১৫৬টি অপরিবর্তিত রয়েছে ২৩টির।
আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ১০৯ কোটি ২৩ লাখ ৩৬ হাজার ৯৫৬টি শেযার ৮ লাখ ৬৬ হাজার ৪১৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ হাজার ৯৭২ কোটি, ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৬.০৪ শতাংশ বা ২২৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৯ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ২১ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৩৯১টি শেয়ার এক লাখ ৭৩ হাজার ২৮৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৯৪ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ১২৭ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ৬.০৪ শতাংশ বা ৪৫ কোটি ২৬ লাখ ১২ হাজার ৬০২ টাকা।
গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৪২৭ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৫৩৪ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১০৬ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৩১ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন কমেছে ০.৬২ শতাংশ বা ৩ হাজার ৩২১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৮০৩ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৫ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০৮টি শেয়ার ৬০ হাজার ৯৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১২ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ২৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ১৭০ টাকা ৩০ পয়সা।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬১.৫৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯.২১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৩৭.১৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩২.৫৮ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮১.৩০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫.৭১ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৩.০৬ পয়েন্টে এবং সিএসআই ২.৫৪ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৯.৪৯ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০১টি, কমেছে ১১৬টি এব অপরিবর্তিত রয়েছে ২১টির।
Posted ৩:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan