| মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 518 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এগুলো জমা নেবেন।
১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দেয়া হয়েছে। আজ জমা নেয়ার পর সেগুলো বাছাই করে ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
এছাড়াও ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। মার্চের ৩ তারিখ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আদালতের নির্দেশে তিন দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এরপর ৮ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হলেও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
Posted ১২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed