নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 151 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে প্রিমিয়ার ব্যাংকের দর ছিল ১৬ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ১৪.১১ শতাংশ। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ৮.৯৩ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৬.৭৭ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৩৩ শতাংশ, প্রাইম ব্যাংকের ৫.৮৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৩৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.১১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৭৭ শতাংশ এবং আইসবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ দর কমেছে।
Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ২৩ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan