নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ মে ২০২২ | প্রিন্ট | 208 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৪৬টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৫৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৩ কোটি ১৫ লাখ টাকা।
এসিআই ফরমুলেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৭ লাখ ৮১ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-শাইনপুকুর সিরামিকস, আইপিডিসি ফিন্যান্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ওরিয়ন ফার্মা, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, ফরচুন সুজ ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan