নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ মে ২০২২ | প্রিন্ট | 148 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানিগুলোর হলো- ডাচবাংলা ব্যাংক লিমিটেড এবং ইন্দোবাংলা ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডাচবাংলা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। আজ কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ০৯ মে ২০২২ ডিভিডেন্ডের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে।
সমাপ্ত অর্থবছরেডাচবাংলা ব্যাংক ২৭.৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
এদিকে, ইন্দোবাংলা ফার্মা লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। গত সপ্তাহে ডিভিডেন্ডের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে।
সমাপ্ত অর্থবছরেইন্দোবাংলা ফার্মা ৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
Posted ১:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan